নামজারি খতিয়ান চেক করার নিয়ম মাত্র ২ মিনিটে মোবাইলে।

নামজারি খতিয়ান যাচাই করার পদ্ধতি| namjari khotian

ই-নামজারি কি?

ই-নামজারি অনুসন্ধান করার নিয়ম

ই নামজারি খতিয়ান চেক করতে কি প্রয়োজন হবে। নামজারি খতিয়ান যাচাই

  • প্রথমে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে  https://eporcha.gov.bd/ প্রবেশ করতে হবে।
  • সেখানে কয়েকটি অপশন দেখতে পারবেন আমরা যেহেতু নামজারি খতিয়ান অনুসন্ধান করব সেহেতু আমরা নামজারি খতিয়ান অপশনটি বাছাই করব।
ই নামজারি খতিয়ান চেক
  • দ্বিতীয় ধাপে আপনার বিভাগ কি সঠিকভাবে বাছাই করবেন। আমরা উদাহরণস্বরূপ রংপুর বাছাই করেছি।
  • তারপর আপনি জেলা বাছাই করবেন আমরা উদাহরণস্বরূপ দিনাজপুর বাছাই করেছি।
  • জেলা বাছাইয়ের পরে উপজেলা বাছাই করবেন।
  • এরপর মৌজা বা এলাকা বাছাই করুন অনেকে এলাকা বাছাইয়ের ক্ষেত্রে ভুল করে থাকে আপনার এলাকার নিশ্চিত হয়ে বাছাই করুন।
  • এই ধাপে আপনি খতিয়ানের তালিকা ঘরে খতিয়ান নাম্বার বসিয়ে খুজুন লেখার উপর ক্লিক করলেই দেখতে পাবেন নামজারি খতিয়ানটি কার নামে করা আছে।
  • কিন্তু এক্ষেত্রে যদি শুধুমাত্র খতিয়ান নাম্বার দিয়ে যাচাই করতে না পারেন তাহলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন । সেখানে জমির মালিকের নাম এবং দাগ নাম্বার দিন তাহলেই আপনার কাঙ্ক্ষিত নামজারি খতিয়ান এর তথ্য দেখতে পারবেন।
Scroll to Top