
চ্যাট জিপিটি কি?
চ্যাট জিপিটি হলো Chat Generative Pre-trained Transformer বা সংক্ষেপে ChatGPT একটি বিশাল ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট বট। চ্যাট জিপিটি একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স চ্যাট বট যেটি তৈরি করার হয়েছে ওপেন এআই এর InstructGPT এর উপর ভিত্তি করে। অর্থাৎ এই চ্যাট বট কাজ করে ইন্সট্রাকশন পদ্ধতি ব্যবহার করে। এই চ্যাটবট মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম। ইউজারের যে কোনও প্রশ্নের উত্তর খুব গঠনমূলক এবং সহজ ভাবে প্রদর্শন করে এই চ্যাট জিপিটি।
চ্যাট জিপিটির সংগ্রহে বর্তমানে অনেক বেশি টেক্সট ডাটা রয়েছে যার পরিমাণ 570 জিবির থেকেও বেশি। এটি মূলত ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে ডাটা সংগ্রহ করে নিজে প্রশিক্ষিত হয়েছে।
চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে?
২০১৫ সালে স্যাম অল্টম্যান নামক একজন প্রযুক্তিবিদ ইলন মাস্কের সাথে OpenAI নামক একটি প্রতিষ্ঠান শুরু করে এবং তাদের প্রধান উদ্দেশ্য ছিল আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সকে সবার জন্য ব্যবহার উপযোগী করে গড়ে তোলা।
পরে ইলন মাস্ক ওপেন এআই প্রকল্প থেকে সরে দাঁড়ালে এই সুযোগে মাইক্রোসফট OpenAI প্রকল্পে বিনিয়োগ করা শুরু করে দেয়। আর এই বিশাল বিনিয়োগের ফলে ২০২২ সালের ২০ নভেম্বর ChatGPT তাদের নামে একটি চ্যাট বটের বেটা ভার্শন রিলিজ করে। রিলিজ হওয়ার পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং ব্যবহারকারীদের কাছ থেকে এটির সম্পর্কে ফিডব্যাক চাওয়া হয় ।
2022 সালের শেষের দিকে চ্যাট জিপিটি মার্কেটে রিলিজ হয়। এবং এটিই প্রথম এপ্লিকেশন যেটি এক বছরের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবেন?
চ্যাট জিপিটি ব্যবহার করা খুবই সহজ। এটি ব্যবহার করার জন্য আপনাকে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। সর্বপ্রথম ওপেন আই এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরেই আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন। এটির একটি ভার্সন ফ্রিতেই ব্যবহার করা যায় অপর একটি অ্যাডভান্স ভার্সন আসে যেটি ব্যবহার করতে আপনাকে পেমেন্ট করতে হবে।
চ্যাট জিপিটি কেন ব্যবহার করবেন?
যেহেতু চ্যাট জিপিটি একটি কনভারসেশনাল এ আই সেহেতু এটিকে প্রশ্নোত্তর কাজে সরাসরিভাবে ব্যবহার করা যায়। এছাড়াও চ্যাট জিপিটি ব্যবহার করে বিভিন্ন কাজের ফরমেট তৈরি করা যায়। চ্যাট জিপিটি ব্যবহার করে শিক্ষার্থীরা নতুন নতুন বিষয় শিখতে পারে খুবই কম সময়ের ভিতরে এছাড়াও এটিকে আমরা গল্প ,কবিতা লিখতে এবং সৃজনশীল কাজেও ব্যবহার করতে পারি।

চ্যাট জিপিটি দিয়ে কি কি কাজ করা যায়?
চ্যাট জিপিটি দিয়ে অনেক ধরনের কাজ করা যায় কারণ এটি একটি বহুমুখী টুলস । বর্তমান সময়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠানই এখন চ্যাট জিপিটি উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। ChatGpt এর অনেক সুবিধা রয়েছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য সুবিধা গুলো তুলে ধরা হলো-
ভাষা অনুবাদ: মার্কেটে চ্যাট জিপিটি আসার আগে যে কোন ভাষা অনুবাদ করার ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা পোহাতে হতো কখনো এই সফটওয়্যার তো কখনো ওই সফটওয়্যার। কিন্তু চ্যাট জিপিটি এসে ভাষা অনুবাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একটি নির্ভুলভাবে সব ভাষার অনুবাদ করতে পারে।
প্রোগ্রামিং এবং কোডিং: চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা যে শুধু প্রশ্নের উত্তর পাবো তা নয় ! চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা কোডিং ও করিয়ে নিতে পারি।
লেখালেখি এবং সৃজনশীলতা: চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের প্রবন্ধ, গল্প , কবিতা ব্লগ ইত্যাদি লেখিয়ে নিতে পারি।
গ্রাহক সেবা: এটি স্বয়ংক্রিয় গ্রাহক সেবার জন্য ব্যবহার করা যেতে পারে যেমন প্রশ্নোত্তর ,সমাধান প্রদান, অর্ডার স্ট্যাটাস চেক করা ইত্যাদি।
ক্রিয়েটিভ কিছু লেখার জন্য: চ্যাট জিপিটি কে যেকোনো ধরনের কমান্ড দিলেই লিখতে পারে যেমন ক্রিয়েটিভ লেখা ,কনটেন্ট লেখা ,প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট রিভিউ প্রতিবেদন ইত্যাদি।
ব্যক্তিগত সহায়ক: দৈনন্দিন কাজের তালিকা তৈরি করা এবং কোন কাজের রিমাইন্ডার সেট করার জন্য সহায়তা করতে পারে।
একাকীত্ব কাটানো: চ্যাট জিপিটি একটি কনভারসেশনাল এ আই তাই চ্যাট জিপি টির সাথে কথা আদান-প্রদান করা যায়। অনেককেই দেখা যায় একাকীত্ব সময় কাটায় তারা ইচ্ছা করলে চ্যাট জিপিটিকে বিভিন্ন প্রশ্ন করে সেই উত্তর জেনে জ্ঞান অর্জন করতে পারেন।
চ্যাট জিপিটি কি চাকরির বাজারে নতুন চ্যালেঞ্জ আনবে?
প্রাচীনকালে মানুষ নিজ হাতে কাপড় সেলাই করতো। কিন্তু যখন বাজারে প্রথম কাপড় সেলাইয়ের মেশিন আসলো তখন মানুষ ভাবতে থাকলো কাপড়ের কাজের লোকেরা চাকরি হারাবে। কিন্তু ঘটনা ঘটলো পুরোই উল্টো সেলাই মেশিন আসার ফলে কাপড়ের প্রোডাকশন আরো বেড়ে গেল এবং কর্মসংস্থানের সুযোগ বেড়ে গেল। ঠিক সেইভাবেই চ্যাট জিপিটি কে ছোটখাটো কিছু কাজের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা যায় কিন্তু যারা সঠিকভাবেচ্যাট জিপিটি ব্যবহার করতে পারবে তারা অনেক ক্ষেত্রেই বাকিদের তুলনায় অনেক এগিয়ে থাকবে।